• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইলিশের শহর বরিশালেই ইলিশের আকাল

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২, ২০২৫, ১৬:৫১ অপরাহ্ণ
ইলিশের শহর বরিশালেই ইলিশের আকাল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ইলিশের শহর হিসেবে পরিচিত বরিশালে চলছে ইলিশের চরম আকাল। ইলিশের সরবরাহ কম থাকায় কমেছে আমদানি। তাই দামও আকাশ ছোঁয়া। বরিশালের নদ-নদীতে ইলিশ না পেয়ে প্রতিদিন খালি হাতে ফিরছেন জেলেরা।

শনিবার (২ আগস্ট) বরিশাল নগরীর পোর্টরোড ইলিশের পাইকারি বাজারে ইলিশের আমদানি ছিল খুব কম। ভরা মৌসুমে ইলিশের সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে কয়েকগুন।

ইলিশের দাম বেশি হওয়ায় বেড়েছে অন্য মাছের দামও। ক্রেতারা বলছেন, ইলিশের দাম এখন নিন্মবিত্ত দূরের কথা মধ্যবিত্তদেরও সাধ্যের বাইরে চলে গেছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় ইলিশের দাম বেশি।

শনিবার বরিশালের বাজারে এক কেজি ওজনের ইলিশের কেজি ২ হাজার ৩৫০ টাকা। দেড় কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২৮শ’ টাকায় বিক্রি হয়েছে। সাতশ’ থেকে নয়শ’ গ্রাম ওজনের ইলিশের কেজি ২১শ’ টাকা, পাঁচশ’ থেকে ছয়শ’ গ্রাম ইলিশের কেজি ১৬শ’ টাকা এবং চারশ’ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১৩শ’ টাকা দরে বিক্রি হয়েছে।

ইলিশের দাম বৃদ্ধির প্রভাবে বেড়েছে অন্যান্য মাছের দামও। শনিবার বরিশালে প্রতি কেজি রূপচাঁদা ১ হাজার ৩৫০ টাকা, চাষের কৈ ২২০ টাকা, পাবদা ৩২০ টাকা, লৈট্টা ১৫০ টাকা, ঢেলা পাঁচশ’ টাকা, চেলা ২৮০ টাকা, পাঙাস ২১০ টাকা, তেলাপিয়া দুইশ’ থেকে তিনশ’ টাকা, বাগদা চিংড়ি নয়শ’ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।