• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইরানে ১০ মিনিটে প্রাণ হারাচ্ছেন একজন, ঘণ্টায় আক্রান্ত অর্ধশতাধিক

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২০, ২০২০, ১২:৩৭ অপরাহ্ণ
ইরানে ১০ মিনিটে প্রাণ হারাচ্ছেন একজন, ঘণ্টায় আক্রান্ত অর্ধশতাধিক

বিডি ক্রাইম ডেস্ক॥ চীনকে মৃত্যুপুরী বানিয়ে ভয়াবহ করোনাভাইরাসের তাণ্ডব এখন চলছে বিশ্বব্যাপী। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে করোনা ভাইরাসের।

 

আর এই ভাইরাসে দেশটিতে প্রতি ১০ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টুইটে এমনটি জানানো হয়।

 

টুইট বার্তায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর বলেন, আমাদের তথ্যের ওপর ভিত্তি করে বলতে পারি, করোনাভাইরাসে প্রতি ১০ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে এবং প্রতি ঘণ্টায় ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন