• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইন্দুরকানীতে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৪, ১৭:৫২ অপরাহ্ণ
ইন্দুরকানীতে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের ইন্দুরকানীতে সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন।

সৈয়দ আলী উপজেলার খোলপটুয়া গ্রামের হিঙ্গুল আকনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে ছেলেদের অত্যাচারে অতিষ্ট হয়ে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার মেয়ে খাদিজা বেগম ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত হিলাল উদ্দিন জানান, শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।