বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি এয়ারগান উদ্ধার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজার এলাকা থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়।
জানা গেছে, এদিন সকালে আব্বাস হাওলাদার নামে এক ব্যক্তি এয়ারগানটি দেখতে পেয়ে সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনীর সদস্যরা সেটি উদ্ধার করে ইন্দুরকানী থানায় হস্তান্তর করেন।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, সেনাবাহিনী একটি এয়ারগান উদ্ধার করে থানায় জমা দিয়েছেন। উদ্ধার অস্ত্রটি ডাকাতরা রাস্তার পাশে ফেলে দিয়ে থাকতে বলে ধারণা করা হচ্ছে।