• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ইন্দুরকানীতে ভাতিজার দায়ের কোপে চাচা আহত

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫, ১৮:০৭ অপরাহ্ণ
ইন্দুরকানীতে ভাতিজার দায়ের কোপে চাচা আহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে চাচা ধীরেন্দ্র নাথ বৌদ্ধ (৫০) গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ধীরেন্দ্র নাথ বৌদ্ধ তার নিজস্ব বাগানের সীমানার মধ্যে সুপারি পাড়ছিলেন। এ সময় একই এলাকার হরোলাল বৌদ্ধের ছেলে ও তার ভাতিজা সোহাগ বৌদ্ধ সুপারি গাছ নিজের দাবি করে পাড়তে নিষেধ করেন।

একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে উত্তেজিত হয়ে সোহাগ তার হাতে থাকা দা দিয়ে ধীরেন্দ্র নাথকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা ধীরেন্দ্র নাথকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত ধীরেন্দ্র নাথ বৌদ্ধ জানান, “আমি আমার জমির ভিতরে সুপারি পাড়ছিলাম। হঠাৎ ভাতিজা এসে গাছ নিজের দাবি করে বাধা দেয় এবং একপর্যায়ে দা দিয়ে কোপায়।

অভিযুক্ত সোহাগ বৌদ্ধকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেও কথা না বলে কেটে দেন।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, “বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।