• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইন্দুরকানীতে চোরাই মাল’সহ দুই চোর আটক

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১১, ২০২৫, ১৬:৫৩ অপরাহ্ণ
ইন্দুরকানীতে চোরাই মাল’সহ দুই চোর আটক

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পিরোজপুরের ইন্দুরকানী থেকে চোরাই মাল’সহ দুই চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ইন্দুরকানী বাসিন্দা মোঃ মাহাবুব সরদারের ছেলে মোঃ রাহাত সরদার (২২) এবং কালাইয়া এলাকার মোঃ সোহরাব বয়াতীর ছেলে মোঃ কাওছার বয়াতী (৩৫)।

ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন বলেন, মঙ্গলবার (১১ মার্চ) সকালে একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা একটি পানির মোটর এবং একটি ইজিবাইক-এর ব্যাটারি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।