বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্য দূরীকরণে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর।
শনিবার (১১ অক্টোবর) সকালে হাসপাতালের অডিটোরিয়ামে এই প্রথম লটারির মাধ্যমে নব যোগদানকৃত ইন্টার্নি চিকিৎসকদের গ্রুপ ফরমেশন এবং ডিউটি ডিস্ট্রিবিউশন করেন তিনি।
তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বরিশালের সচেতন মহল। অনেকেই বলছেন, এরকমের ঘটনা এর আগে শেবাচিম হাসপাতালে ঘটেনি।
সব আমলই ক্ষমতার প্রভাবে ইন্টার্ন চিকিৎসকরা নিজের ইচ্ছা মতো জায়গাতে ডিউটি পালন করতেন। যারা দুর্বল ছিল, যাদের তদবির ছিল না তারাই কেবল স্বেচ্ছাচারিতার শিকার হতেন। এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য উদাহরণ সৃষ্টি হয়ে থাকবে।
এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ জানান, নব যোগদানকৃত ইন্টার্ন চিকিৎসকদের গ্রুপ ফরমেশন এবং ডিউটি ডিস্ট্রিবিউশন অনুষ্ঠিত হয়েছে লটারির মাধ্যমে। ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা থাকবে সর্বত্র। যাতে আগামীতে কেউ এই ধরনের বৈষম্যের স্বীকার না হয়।
এ বিষয়ে শেবাচিম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর জানিয়েছেন, যারা আজ থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সেবায় নিয়োজিত রয়েছেন তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
তাছাড়া তরুণ মেধাবী এই সকল চিকিৎসকের শিক্ষার প্রধানতম স্থান হচ্ছে হাসপাতালে রোগীদের সেবার মাধ্যমে সুস্থ করে তোলা।
আজ তাদের শুভ সূচনা হয়েছে। আমি আশা করি, সিনিয়র ডক্টরদের সঙ্গে মিলে সকল ইন্টার্ন চিকিৎসকরা তাদের ভবিষ্যৎ আলোকিত করবে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ১০০০ বেডের হলেও হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকে তিনগুণ।
তাদের সেবায় পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক এবং জনবল না থাকলেও সদ্য যোগদানকৃত প্রায় দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক ভর্তিকৃত রোগীদের সেবা দানে সহায়ক হবে।