বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ গলাচিপার পটুয়াখালী-৩ আসন কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার উলানিয়া স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে পটুয়াখালী-৩ আসন কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী বরিশাল অঞ্চলের পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
উপজেলা সভাপতি ডা. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও অঞ্চল টিম সদস্য এবং সাবেক পটুয়াখালী জেলা আমির অধ্যাপক মু. শাহ আলম, পটুয়াখালী জেলা আমির এডভোকেট নাজমুল আহসান, দশমিনা উপজেলা আমির এম লুৎফর রহমান প্রমুখ। সভায় জামায়েত ইসলামীর গলাচিপা-দশমিনার উপজেলা, পৌর শাখার প্রায় ১৩ শ ভোট কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেন হেলাল, অর্ন্তবর্তী সকারকারকে পিআর পদ্ধতি নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার আহ্বান জানান। আগামীর নির্বাচন বাংলাদেশকে ইনসাফ ভিত্তিক দেশ গড়ার নির্বাচন, তাই আমাদের নির্বাচনে নিজেদের জান, মাল সর্বস্ব বিলিয়ে দেয়ার মাধ্যমে হলেও ইসলামকে ক্ষমতায় নিতেই হবে। তাহলেই দেশের মানুষের শান্তি আসবে, সকল মানুষ তার অধিকার ফিরে পাবে।