• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরা উপজেলা পরিষদ নির্বাচন

ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল

বিডিক্রাইম
প্রকাশিত মে ৮, ২০২৪, ১৮:২৩ অপরাহ্ণ
ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনে প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সদ্য পদত্যাগকারী এক ইউপি চেয়ারম্যান। বুধবার দুপুর দেড়টায় উপজেলা চেয়ারম্যান পদে অনলাইনে মনোয়নয়নপত্র দাখিল করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম ও নির্বাচন অফিসার গিয়াস উদ্দিন তালুকদারের কাছে মনোয়নয়নপত্রের হার্ডকপি দাখিল করেন সদ্য পদত্যাগকারী ৩ নং উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।

\এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া। উপজেলা নির্বাহী অফিসার জানান, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। এছাড়াও বুধবার তিনি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। জানা যায়, উত্তর সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে জাকির হোসেন মিয়ার মেয়াদ এখনো দুই বছর রয়েছে। ইউনিয়ন পরিষদের মামলার জটিলতায় ভোট বন্ধ থাকায় তিন মেয়াদে ১৩ বছর ধরে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। আগামী ৫ জুন চতুর্থধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এই প্রসঙ্গে সদ্য পদত্যাগকারী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে নির্বাচন আইন অনুযায়ী ইউপি চেয়ারম্যান হতে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

তফসিল অনুয়ায়ী, ৯ মে চতুর্থধাপে মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।