• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঈদউপহার বিতরণ করেন ইউএনও

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২০, ২০২১, ১৪:৫০ অপরাহ্ণ
আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে ঈদউপহার বিতরণ করেন ইউএনও

আনোয়ার হোসেন ,নেছারাবাদ উপজেলা: আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন।

উপজেলায় বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে নিজে সরাসরি গিয়ে ঈদ উপহার বিতরণ করেন।

মঙ্গলবার সকালে সমুদয়কাঠী ইউনিয়নের লক্ষনকাঠি আশ্রয়ন প্রকল্প,আটঘর কুড়িয়ানার মাহমুদকাঠির আশ্রয়ন প্রকল্পে এবং সুটয়াকাঠির বালিহারির আশ্রয়ন প্রকল্পের উপভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন।

বিতরনকৃত পন্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,আলু,তৈল,এবং মশলা।এ সময় তার সাথে উপস্তিত ছিলেন, সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউন কবির, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার এবং সাংবাদিক বৃন্দ প্রমুখ।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোশারেফ হোসেন জানান,পবিত্র ঈদুল আযহা মুসলমানদের একটি বড় ধর্মীয় উৎসব।

তাই এই উৎসবের আনন্দ তারাও যেন উপভোগ করতে পারে তাই উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধান মন্ত্রির পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌছে দিয়েছি।