• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আয়ুর্বেদিক ওষুধ শিল্প বাঁচিয়ে রাখতে হবে : এসএম জাকির হোসেন

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৭, ২০২৩, ২১:১১ অপরাহ্ণ
আয়ুর্বেদিক ওষুধ শিল্প বাঁচিয়ে রাখতে হবে : এসএম জাকির হোসেন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশালে বাণিজ্য মন্ত্রণালয়ের মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ অনুমোদিত মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বামা) এর যৌথ উদ্যোগে “গুণগত মানসম্পন্ন ওষুধ উৎপাদনে জিএমপি গাইডলাইন অনুসরনে ভূমিকা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীর রাজা বাহাদুর সড়কের ইউরো কনভেনশন হলে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ।

আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল ইউনানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হাকীম জাকির তালহা, অমৃত লাল দে আয়ুর্বেদ কলেজের অধ্যক্ষ কবিরাজ ননী গোপাল।

এসময় প্রধান অতিথি ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদদ আব্দুর রশিদ বলেন, ‘আয়ুর্বেদ ওষুধের গ্রহণযোগ্যতা বাড়াতে এর গুণগত মান বাড়তে হবে। যাতে মানুষ এই ওষুধ এবং চিকিৎসার ওপর ভরসা করতে পারে। তবে এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব।

সম্মানিত অতিথির বক্তব্যে বরিশাল সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেন, ‘পৃথিবীতে সর্ব প্রথম আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা ছিলো। তখন মানুষ এই চিকিৎসা পদ্ধতির ওপর ভরসা করতো।

তবে বর্তমানে সারাদেশে এলোপ্যাথিক ওষুধের কারণে আয়ুর্বেদিক ওষুধ শিল্পে ধ্বস নেমেছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। এজন্য সকলে মিলে আয়ুর্বেদ চিকিৎসার প্রসার ঘটাতে “গুণগত এবং মানসম্পন্ন আয়ুর্বেদ” ওষুধ উৎপাদনে জোর দেয়ার গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সহ-সভাপতি ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক ফজলুল হক, বিভাগীয় প্রধান ডা. মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক নূরুল হক খলিফা, বোর্ড সদস্য মো. মোতালেব মতিন।

এছাড়া দ্বিতীয় অধিবেশনে বৈজ্ঞানিক কর্মশালায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদার এবং মূল প্রবন্ধ উপস্থান করেন আয়ুর্বেদ ফাউন্ডেশনের মহাসচিব ড. মোস্তফা নওশাদ জাকী।