• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমি নিজেই বৈষম্যের শিকার: ববি উপ-উপাচার্য

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৪, ২৩:৫৭ অপরাহ্ণ
আমি নিজেই বৈষম্যের শিকার: ববি উপ-উপাচার্য

ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেছেন, অত্যন্ত দুঃখজনক যে একমাস হয়েছে আমি এখানে এসেছি । আমি নিজেই বৈষম্যের শিকার। আপনারা সবই জানেন। আমি এখানে কাজ করতে এসেছি। আমি রুমে বসে পত্রিকা পড়তে আসিনি। আমি একটা মাস ধরে অফিসে নয়টার সময় যাই ,কখনো পাচঁটায় কখনো সাতটায় রুমে ফিরে যাই। কর্মহীন দিন অতিবাহিত করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর ) দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এটিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের নাম ব্যানার থেকে কালো কালি দিয়ে মুছে দেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুর ১২টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। আল্টিমেটামে বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় ববি উপাচার্যের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। উপাচার্য কার্যালয়ের লোকজনকে বের করে দিয়ে দুটি কলাপসিবল গেট তালবদ্ধ করে রাখেন। দপ্তর থেকে উপাচার্যের নামফলকও তুলে দেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

অবশেষে গ্রেপ্তার হলেন ওবায়দুল কাদেরের সেই আত্মীয়অবশেষে গ্রেপ্তার হলেন ওবায়দুল কাদেরের সেই আত্মীয়
অনুষ্ঠানে উপ-উপাচার্য আরও বলেন, আমি চব্বিশকে লালন করি ধারণ করি। গত ১৫ বছর যাবৎ স্বৈরশাসক যেভাবে আমাদের কণ্ঠরোধ ও দমন করার চেষ্টা করেছে তা কোনো গণতান্ত্রিক ও সভ্য দেশে সম্ভব না। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন শুধু কোটা বিরোধী আন্দোলনই ছিল না বরং ছাত্র-জনতা ও মেহনতি মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল এই জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানে।

এ ছাড়াও সভায় আন্দোলন চলাকালীন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন সুজয় বিশ্বাস শুভ, ভূমিকা সরকার, রাকিব আহমেদ, সিরাজুল ইসলাম, শাহেদুল ইসলাম শাহেদসহ অন্যান্য শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, গণঅভ্যুত্থানের প্রামাণ্যচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তির আয়োজন ছিল।