আমতলী প্রতিনিধি॥ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও আমতলী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ডা. আব্দুল খালেক নিজাম (৭১) বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার সময় আমতলী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। বিকেলে দু’দফা জানাযা শেষে মরহুমের লাশ আরপাঙ্গামিয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া গ্রামের নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।