• ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আমতলী-তালতলী সংসদীয় আসন পুন:র্বহালের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫, ১৬:৩৮ অপরাহ্ণ
আমতলী-তালতলী সংসদীয় আসন পুন:র্বহালের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Mostly cloudy, icon:1, weatherInfo:102;temperature: 38;

আমতলী প্রতিনিধি॥ আমতলী-তালতলী (সাবেক বরগুনা-৩) সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে শনিবার সকাল ১০টায় আমতলী উপজেলা আইনজীবি সমিতির মিলতায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমতলী ও তালতলী উপজেলা উন্নয়ন ফোরাম এ সভার আয়োজন করে।

আমতলী ও তালতলী উপজেলা উন্নয়ন ফোরামের আহবায়ক ও খেলাফত বরগুনা জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য প্রফেসর গাজী আব্দুল মন্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি ও আমতলী –তালতলী আসন পুন:র্বহাল কমিটির আহবায়ক এ্যাডভোকেট আলহাজ¦ মো. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবাদিক মো. জাকির হোসেন,

জামাতে ইসলাম বরগুনা জেলা শাখার প্রচার ও ও মিডিয়া সম্পাদক মো. আব্দুল মালেক, খেলাফত মজলিশ আমতলী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা এইচ এম হাসান মাহমুদ, ও খেলাফত আমতলী পৌর কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন ফকির প্রমুখ।

বক্তবারা ভৌগলিক বিবেচনায় আমতলী-তালতলী (বরগুনা-৩ সাবেক) সংসদীয় আসন পুন:র্বহালের দাবী জানান।