আমতলী প্রতিনিধি॥ আমতলী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুকুয়া ইউনিয়নের কুতুবপুর মাদরাসার কৃষি বিষয়ের শিক্ষক মো. মিজানুর রহমান তহসিন মোল্লা (৫০) হারের ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
মৃত্যু কালে তিনি বাবা মা স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। দু’দফা জানাযা শেষে মরহুমের লাশ হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের মোল্লা বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।