• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪, ১৮:৫৭ অপরাহ্ণ
আমতলীর ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 38;

আমতলী প্রতিনিধি॥ আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে সোমবার সকাল ১১টায় উপজেলা ডাবাংলো সড়কে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

উপজেলার সর্বস্তরের মানুষ এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে শত শত মানুষ অংশগ্রহন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিদযোদ্ধা দল বরগুনা জেলা শাখার সম্পাদক বীরমুক্তিযোাাদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আ্ধসঢ়;দুল আজিজ মিয়া, বীরমুক্তিযোদ্ধা এ্যাভোকেট একেএম শাহআলম খান,

বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আলমগীর তালুকদার, আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, বৈষম্য বিরোধী আন্দেলনের ছাত্র প্রতিনিধি মৈতি, নির্জনা ও তনি প্রমুখ।

বক্তারা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামাম্ধসঢ়;দ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের জন্য জনপ্রশাসন সচিবের নিকট দাবী জানিয়ে তাকে আমতলীতে রাখার দাবী জানান।

সম্প্রতি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে বদলী করে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে ।