আমতলী প্রতিনিধি॥ আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সনাতন হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় আমতলী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের শ্রীশ্রী রাধা-কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির ও হলদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম লিমন হাওলাদার।
জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ (আমতলী-বরগুনা সদর-তালতলী) আসনের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা নবাগতদের ফুল দিয়ে দলে বরণ করে নেন। বিএনপির যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. হুমায়ুন হাসান শাহিন, আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সদস্য সচিব মো. তুহিন মৃধা,
জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপি ও যুবদলের উপজেলা আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির এবং সদস্য সচিব মো. জালাল আহমেদ খান, সদ্য যোগ দেওয়া তিশা রানী ও ঋষিকেশ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিএনপিতে যোগ দেওয়া তিশা রানি ও ঋষিকেশ চক্রবর্তী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপির আদর্শে অনুপ্রানিত হয়ে আমরা আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির ও হলদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম লিমন হাওলাদার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছি।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, হলদিয়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের পাঁচ শতাধিক নারী পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের কান্ডারী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজন বিএনপিতে যোগ দিয়েছে।
এর আগে বরগুনা-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা বিকেল ৪টা থেকে আমতলী উপজেলা শহরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন। পথসভায় জেলা ও উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা অংশগ্রহন করেন।