• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ১৮:০১ অপরাহ্ণ
আমতলীতে ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে

জাকির হোসেন, আমতলী॥ আমতলীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সঠিক ভাবে পালনের লক্ষে বুধবার সকাল ১১টায় এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয় আমতলীতে এবছর ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ টিকা খাওয়ানো হবে। এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের সভাপেিত্ব তার কার্যালয়ে এক অবহিত করন সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরগুনার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ- পরিচালক ইলিয়াস খান রানা, আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন প্রমুখ।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, আগামী ১৫ মার্চ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।

আমাদের এ ক্যাম্পেইন যাতে সফল হয় এবং কোন শিশু যাতে বাদ না পরে এজন্য সকল দপ্তরের সহযোগিতা প্রয়োজন এজন্য অবহিত করন সভা করা হয়েছে। এবং সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।