• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে ১০০ কেজি ওজনের সামুদ্রিক গোলপাতা মাছ, বিক্রি ৫০ হাজার টাকায়

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৪, ১৯:১৬ অপরাহ্ণ
আমতলীতে ১০০ কেজি ওজনের সামুদ্রিক গোলপাতা মাছ, বিক্রি  ৫০ হাজার টাকায়

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে সামুদ্রিক ১০০ কেজি ওজনের একটি গোলপাতা মাছ ভাগা দিয়ে ৫০ হজার টাকায় বিক্রি করা হয়েছে। বিশাল আকারের এই সামুদ্রিক মাছটি এক নজর দেখার জন্য শত শত মানুষ ভির করেন।

বুধবার সকালে আমতলী মাছ বাজারে মাছটি ভাগা দিয়ে ৫০০ টাকা কেজি দরে
৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।
জানা গেছে, আমতলী মাছ বাজারের খুচরা বিক্রেতা মো. আবির নামে
এক ব্যবসায়ী মঙ্গলবার বিকেলে কলাপাড়া উপজেলার মহিপুর মাছের বাজার
থেকে ৩০ হাজার টাকায় ডাকের মাধ্যমে ১০০ কেজি ওজনের একটি
সামুদ্রিক গোলপাতা মাছ কিনে আনেন। মাছটি আমতলী নিয়ে
আসার পর মঙ্গলবার রাতে একটি ভ্যানে চড়িয়ে ঘোরানো হয়। তখন
মাছটি এক নজর দেখার জন্য শত শত মানুষ ভির করেন। ৩নং ওয়ার্ডের আবুল
হাই নামে এক দর্শনার্থী জানান, এতবড় মাছ জীবনে আর দেখি নাই।
মাছটি ভাগা হিসেবে বিক্রির জন্য মাইকিং করে নামের তালিকা করা
হয়। পরের দিন বুধবার আমতলীর নতুন মাছ বাজারে মাছটি ভাগা দিয়ে
৫০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।
খুচরা বিক্রেতা মো. আবির জানান, কলাপাড়া উপজেলার মহিপুর মাছ
বাজার থেকে ১০০ কেজি ওজনের গোলপাতা মাছটি ৩০ হাজার টাকায়
ডাকের মাধ্যমে কিনে আনা হয়। মাছটি আমতলীর বাজারে ভাগা দিয়ে
৫০০ টাকা কেজি দরে ৫০ হাজার টাকায় বিক্রি কর হয়। তিনি আরো
বলেন, মাছটি ক্রয়ে অনেকেরে চাহিদা থাকলেও সবাইকে দেওয়া যায়নি।