আমতলী প্রতিনিধি॥ স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারকরন ও মান উন্নয়নের জন্য বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌরসভার হল রুমে দিন ব্যাপী এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও এনএসএস এর সহযোগিতায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এ সভার আয়োজন করে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে ্ধসঢ়;এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. চিন্ময় হাওলাদার, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মো. ইলিয়াস খান রান, আমতলী হাসপাতালের আরএমও ডা. রোকনুজ্জামান খান সুমন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ ।
সভায় স্বাগত বকক্তব্য রাখেন এনএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা। সভায় জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও পরিকল্পনা ভিাগের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি বৃন্দ অংশগ্রহন করেন।