বরগুনা প্রতিনিধি: আমতলীতে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩জন সুবর্ন নাগরিক (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। কম্বল বিতরন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
কম্বল পেয়ে রিতারানী বলেন স্যারে মোগো কম্বল দিয়া ব্যামালা উপকার করছে। আরেক সুবর্ন নাগরিক খালেদা জাকিয়া বলেন, এই শীতে কেউ মোগো একটা কম্বল দেয় নাই। স্যারে মোগো কম্বল দিছে এহন আর মোগো শীতে কষ্ট করন লাগবে না।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রদান করা কম্বল আমতলীর সকল শীতার্থ মানুষের মধ্যে বিতরন করা হয়েছে। এতে শীতার্থ মানুষরা অনেক উপকৃত হবে।