বরগুনা প্রতিনিধি: আমতলীর চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার সকাল ১১ টায় বাল্যবিবাহ ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধে তাদের আত্মবিশ^াস ও ক্ষমতায়নে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়।বেসরকারী সংগঠন এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন এ প্রতিযোগিতার আয়োজন করে।
চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন পলির সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মাহমুদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার সুরভী বিশ্বাস, ইউপি সদস্য মো. জালাল খান, চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের (অব:)সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান কবির। উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, সহকারী শিক্ষক আলীম হোসেন, আবু হাসান, তানিয়া সুলতানা প্রমুখ।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, চিলা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয় ও এমইউ বালাক মাধ্যমিক বিদ্যালয়ের ৮ জন প্রতিযোগি অংশগ্রহন করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।