filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Intermittent clouds, icon:1, weatherInfo:102;temperature: 30;
আমতলী প্রতিনিধি॥ নব গঠিত আমতলী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিলের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এবিএমএম সিদ্দিকী।
আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কার্যালয়ে শনিবার সকাল ১০টায় এ সংবাদ সম্মেলন করেন। লিখিত সংবাদ সম্মেলনে এবিএম সিদ্দিকী দাবী করেন ২০২৩ সালের ১০ জুলাই আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠন করা হয়।
ওই কমিটির সভাপতি আমি। কমিটির মেয়াদ ১ বছর। পূর্বের কমিটির মেয়াদ শেষ না হলেও বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার চলতি বছরের ৬ নভেম্বর ফ্যাসিস্ট আওয়ামীগের দোসরদের নিয়ে নতুন একটি কমিটি গঠন করেন।
আমি এই কমিটির বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির নিকট অভিযোগ দেওয়ার পর তারা কমিটির কার্যক্রম স্থগিত ঘোষনা করেন বলেও উল্লেখ করেন।
তিনি আরো বলেন ওই কমিটি স্থগিতের পর তারা আবার চলতি বছরের ২৬ ডিসেম্বর আরকেটি নতুন কমিটি ঘোষনা করেন।
আমি এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে বিষোধগার করেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এবিবএম সিদ্দিকী সংবাদ সম্মেলনে আরো বলেন, বীরমুক্তিযোদ্ধা আলমগীর হোসেন তালুকদার বিভিন্ন লোকের নিকট থেকে মুক্তিযোদ্ধা বানোর জন্য টাকা নিয়ে মামলায় জেল খেটেছে।
এএিম সিদ্দিকী বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে ৫লক্ষ টাকার বিনিময়ে নতুন মুক্তিযোদ্ধা এবং ১ লক্ষ টাকার বিনিময়ে কর্নেল ওসমানীর সার্টিফিকেট দিবেন বলে বিভিন্ন লোকের নিকট থেকে টাকা নিচ্ছেন।
এর প্রমান হিসেবে তার নিকট ভিডিও দলিল রয়েছে বলে জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা যুবদলের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. কবির উদ্দিন ফকির, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য লাইজু বেগম,
আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমামি সরকার, আমতলী উপজেলা সদও ইউনিয়নের যুগ্ম আহবায়ক মো. মাহবুব আলম ও জামাল চৌকিদার প্রমুখ।
বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার বলেন, টাকা নিয়ে মুক্তিযোদ্ধা বানানো কিংবা টাকার বিনিময়ে কোন সার্টিফিকেট প্রদানের অভিযোগ সম্পূর্ন মিথ্যা এবং বানোয়াট। আমি এধরনের কোন কাজের সাথে জড়িত নয়।