• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আমতলীতে মহান স্বাধীনতা দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ১৬:৩৭ অপরাহ্ণ
আমতলীতে মহান স্বাধীনতা দিবস পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Hazy sunshine, icon:14, weatherInfo:108;temperature: 49;

আমতলী প্রতিনিধি॥ আমতলীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে প্রতুষ্যে ৩১বার তোপধ্বনি সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী এবং বেসরকারী ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আমতলী, আমতলী পৌরসভার পক্ষে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফুল আলম। এসময় তার সাথে সকল সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে সকল মুক্তিযোদ্ধাবৃন্দ ও বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার।

এর পর একে একে পুষ্পমাল্য অর্পন করেন আমতলী থানা পুলিশের পক্ষে ওসি মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এর পুস্পস্তবক অর্পন করেন আমতলী সরকারী কলেজ, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত, আমতলী, বৈষম্য বিরোধী চাত্র আন্দোলন আমতলী, গনঅধিকার পরিষদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ অমতলী, সাবরেজিস্টার আমতলী, আাইনঝীবি সমিতি আমতলী,

আমতলী হোসাইনয়া ফাজিল মাদরাসা, আমতলী সরকারী একে হাইস্কুল, এমইউ বালক বিদ্যালয়, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আমতলী প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংগঠনসমূহ।

পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এসময় তার সাথে ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহন করেন পুলিশ, বিএনসিসি, আনছারও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউট। উদ্বোধন শেষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।