• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ১৬:৪৩ অপরাহ্ণ
আমতলীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Hazy sunshine, icon:14, weatherInfo:108;temperature: 36;

আমতলী প্রতিনিধি॥ মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় আমতলী উপজেলা পরিষদের হল রুমে বীরমুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেওয়া হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর সভাতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার,

আমতলী উজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, বীরমুক্তিযোদ্ধা ড. শাহআলম, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান,

আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সিফাতুল্লাহ প্রমুখ।

পরে বীরমুক্তিযোদ্ধাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১টি কওে সিরামিকের প্লেট ও খেজুর প্রদান করা হয়।