• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ২০:৩১ অপরাহ্ণ
আমতলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Mostly sunny, icon:0, weatherInfo:101;temperature: 41;

আমতলী প্রতিনিধি॥ ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ এই শ্লোগান নিয়ে আমতলীতে সোমবার সকালে বিশ্ব সাস্থ্য দিবস পালিত হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ভিশন আততলী এপি ও এনএসএস দিবসটি পালনে সহযোগিতা করে।

দিবসটি পালন উপলক্ষে সকাল ১১ টায় হাসপাতাল চত্ত্বর থেকে একটি বর্নঢ্য র‌্যালি শহর প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মো. জাকির হোসেন, সেনিটারি ইন্সপেক্ট ও নিরাপদ খাদ্য পরিদর্শক সাবেরা পারভীন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) লাভলী ইয়াসমিন, এনএসএসএর প্রোগ্রাম ম্যানেজার হারেজ আল মামুন, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সারসিপ অফিসার লিটন হিউবাট কোরাইয়া, মনোজ দাস ও জ্যাকলিন টুম্পা মন্ডল প্রমুখ।