বরগুনা প্রতিনিধি: আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে সোমবার দুপুরে বিরোধীয় জমির দখল
নিয়ে এক সংঘর্ষে ৫জন নারী আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে
ভর্তি করেছে।
জানা গেছে,আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে হারুন চৌকিদার ও সোনা
মিয়া চৌকিদারের মধ্যে ৬৬ শতাংশ পৈত্রিক সূত্রে পাওয়া জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে
আসছে। বিরোধীয় ওই জমি হারুন চৌকিদারের দখলে ছিল। সোমবার দুপুরে সোনা মিয়া
চৌকিদার ওই জমি দখলে নিতে যায়। এসময় হারুন চৌকিদারের লোকজন বাধা দিলে সংঘর্ষের
সূপাত ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ৫ নারী আহত হয়েছে। আহতরা হল হাছিনা বেগম (৫০),
সুফিয়া বেগম (৮০), হনুফা বেগম (২৮), শাহিনুর বেগম (৪০) ও তানিয়া বেগম (১৯)। আহতদের
স্বজনরা দ্রুত উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করেন।
হারুন চৌকিদার বলেন, আমার দখলে থাকা জমি সোনা মিয়া চৌকিদার দখলে নিতে চাইলে
আমরা বাধা দেই এসময় আমাদের উপর হামলা করে।
সোনা মিয়া চৌকিদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, জমি আমার পৈত্রিক সূত্রে পাওয়া।
আমার জমি আমি ভোগ দখলে নিতে চাইলে উল্টো আমার উপর হামলা করে।
আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কাঙ্খিতা মন্ডল তৃনা বলেন, আহত ৫ নারীকে
আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া
গেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।