• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১, ২০২৫, ২০:২৩ অপরাহ্ণ
আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আমতলী প্রতিনিধি॥ আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামে রবিবার দুপুরে বজ্রপাতে বেল্লাল খাঁন (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বেল্লাল ওই গ্রামের মো. আতাহার খানের ছেলে। জানা গেছে, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের আতাহার খাঁনের ছেলে মো. বেল্লাল খাঁন রবিবার দুপুর পৌনে ১২ টার সময় নিজের গরুর ঘাষ কাটার জন্য বাড়ির পাশের মাঠে যান।

মাঠে ঘাষ কাটার সময় আকস্মিক বজ্রপাত হলে বেল্লাল মাঠের পানির মধ্যে লুটিয়ে পরেন। দুর থেকে অন্য আরেক কৃষক এঘটনা দেখতে পেয়ে কাছে এসে দেখেন তার শরীর ঝলশানো এবং অজ্ঞান অবস্থায় পানির মধ্যে পরে আছে।

তাৎক্ষনিক তাকে স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, হাসপাতালে আনার আগেই বেল্লালের মৃত্যু হয়েছে।