• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক দম্পতি সহ ৩জন আহত

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৬, ২০২৫, ১৯:২৬ অপরাহ্ণ
আমতলীতে প্রতিপক্ষের হামলায় শিক্ষক দম্পতি সহ ৩জন আহত

আমতলী প্রতিনিধি॥ আমতলীতে বিরোধীয় জমিতে আম গাছ লাগোনো নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষক দম্পতিসহ তিন জন আহত হয়েছে ।

আহতদের মুমুর্ষ অবস্থায় স্বজনরা উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। শনিবার সন্ধ্যায় আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের জাফর মষ্টারের বাড়িতে এঘটনা ঘটে।

আহতদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে সামসুল আলম তার নিজস্ব ভোগ দখলীয় জমিতে আমের চাড়া রোপন করেন।

সন্ধ্যায় একই বাড়ির চাচাতো ভাই আব্দুল কাদের মৌলভির ছেলেরা জমি তাদের দাবী করে গাছ উপরে ফেলেন। এ সময় সামসুল হক ও তার মেয়ে নিলুফা, জামাতা মো. জাফর হোসেন মাস্টার গাছ উপরাতে বাধা দিলে আমিনুল ইসলাম খোকা, হুমায়ুন কবির ও মো. আল আমিনের নেতৃত্বে লাঠি এবং ধারালো দা নিয়ে হামলা করে।

হামলায় চুনাখালী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. আবু জাফর ( ৫২), তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৪৫)ও তার শ^শুর মো. সামসুল আলম (৭৫) গুরুতর আহত হন।

স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে নিয়ে আসেন। তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

এঘটনায় শনিবার রাতে হামলাকারী ৩জনকে আসামী করে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন মো. জাফর হোসেন মাস্টার।

মো. জাফর হোসেন মাস্টার অভিযোগ করে বলেন, আমার শ^শুর তার পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে শনিবার সকালে আমের চারা লাগান। প্রতিপক্ষ আমিনুল ইসলাম খোকা, হুমায়ুন কবির ও মো. আল আমিনের নেতৃত্বে গাছের চারা উপরে ফেলে।

বাধা দিলে তারা আমাদের উপর দা লাঠি নিয়ে হামলা করে। হামলায় আমি আমার শ^শুর ও আমার স্ত্রীসহ ৩জন গুরুতর জখম হয়েছি। অভিযুক্ত আমিনুল ইসলাম খোকা হামলার কথা অস্বীকার বলেন, সামসুল আলম আমাদেও জমি জোর করে দখল করে গাছের চারা লাগিয়েছে। হামলার কথা অস্বীকার করে তিনি বলেন সামান্য মারামারি হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, এঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।