আমতলী প্রতিনিধি॥ আমতলীর কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের গুদির খালের উপর নির্মানাধীন স্লুইস গেটের খনন করা মাটি ফালানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন দফাদারসহ ৭ জন আহত হয়েছে। আহতদের ৬ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৮টার সময় সাহেব বাড়ি বাসস্টান্ড এলাকায় এসংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের গুদির খালে পানি উন্নয়ন বোর্ড একটি স্লুই গেট নির্মান কাজ শুরু করেন। গেট নির্মানের জন্য খালের মাটি খনন করে আমড়াগাছিয়া গ্রামের কাঁচা সড়কের উপর জমা করেন। এতে সড়কটি কাদায় পরিপূর্ন হয়ে যায়।
স্থানীয় একটি পক্ষ এজন্য কুকুয়া ইউনিয়নের দফাদার মো. কালামকে দায়ী করেন ওই গ্রামের প্রতিপক্ষ মনির প্যাদা এবং তার লোকজন।
এ নিয়ে মঙ্গলবার রাত ৮টার সময় স্থানীয় সাহেব বাড়ি বাসস্টান্ড নামক স্থানে বসে দুই গ্রুপের মধ্যে প্রথমে বাগবিতন্ডা শুরু হয়।
বাগবিতন্ডার এক পর্যায়ে তারা ধারালো দা লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়। আহতরা হল কুকুয়া ইউনিয়নের দফাদার মো. কালাম (৫৮), তার ছেলে মো. মোছাদ্দেক হোসেন (৩২) ভাতিজা মো. হাবিবুল্লাহ (২৪ ও ভাই মো. ওমর আলী (৪২), মনির প্যাদা (৪০), সুজন প্যাদা (৩৮) ও সোহাগ প্যাদা (৩৬)।
আহতদের ৬ জনকে স্বজনরা উদ্ধার করে মঙ্গলবার রাতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কালাম দফাদার অভিযোগ করে বলেন, মনির প্যাদা ১০-১২ জন সন্ত্রাসী লোক নিয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র কওে আমাদেও উপর হামলা কওে কুপিয়ে গুরুতর জখম করেছে।
মনির প্যাদা অভিযোগ অস্বীকার করে বলেন, সড়কের উপর মাটির বিষয় নিয়ে আলোচনা করতে গেলে কালাম দফাদার আমাদের উপর হামলা করেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।