filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:1;
module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Cloudy, icon:1, weatherInfo:102;temperature: 46;
আমতলী প্রতিনিধি॥ আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস নিবন্ধিত ৬৮৯ জন শিশুর মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরন করেছে।
উপহার সামগ্রী বিতরন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় এক উদ্বোধনী সভার আযোজন করা হয়। কর্পোরেট দাতা পিএম ইন্টারন্যাশনাল উপহার সামগ্রী বিতরনে আর্থিক সহযোগিতা করেন।
আমতলী পৌরসভা কার্যালয়ের হল রুমে এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং উপহার সামগ্রী বিতরনের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান।
উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির (্ধসঢ়;এড়িয়া প্রোগ্রাম) ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অফিসার লিটন হিউবাট কোরাইয়া,
সাংবাদিক আবু জিয়াদ, প্রোগ্রাম ম্যানেজার মৃদুল চন্দ্র সরকার ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার তানিয়া আক্তার প্রমুখ।
নিবন্ধিত ৬৮৯জন শিশুশুর প্রত্যেককে ১টি টিশার্ট, ১টি টিফিন ক্যারিয়ার, ১টি চর্জার লাইট, ডিটারজেন্ট পাউডার ১হাজার গ্রাম ও ১টি হ্যান্ড ওয়াশ।