filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (0.9527778, 0.8630554);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Mostly cloudy, icon:1, weatherInfo:102;temperature: 37;
আমতলী প্রতিনিধি॥ ‘আলোর খোজে দূওে যেতে হয় না, নিজেকে জ্বালাতে হয়’ এই শ্লোগান নিয়ে বরগুনা থেকে প্রকাশিত অন্যতম দৈনিক সাগরকূলের যুগপূতি সাগরকূল পাঠক ফোরামে উদ্যোগে পালিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক সাগরকূল আমতলী উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম টারজান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, কালের কন্ঠের আমতলী উপজেলা প্রতিনিধি হায়াতুজ্জামন মিরাজ, মো. জিয়াউল হাসান শোহেল,
শিক্ষক মো. জসিম উদ্দিন, ব্যবসায়ী আলহাজ¦ মো. নরিুল ইসলাম, ব্যবসায়ী মো. হারুন অর রশিদ, সমাজ সেবক মো. মোশারফ হোসেন মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, শত সীমাদ্ধতার মধ্যেও দৈনিক সাগরকূল পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখছে।
এজন্য সাগরকূলকে তার সঠিক গন্তব্যে পৌছার জন্য আমাদেও সহযোগিতা অভ্যাহত থাকবে।