• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে তিন্নি হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ১৬:৪৯ অপরাহ্ণ
আমতলীতে তিন্নি হত্যার ঘটনায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের

আমতলী প্রতিনিধি॥ আমতলীর আরপাঙ্গাশিয়া গ্রামের তারিকাটা গ্রামে গৃহবধূ লামিয়া আক্তার তিন্নি হত্যার ঘটনায় বুধবার রাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তিন্নির স্বামী মনির খানকে প্রধান কওে ৪ জনকে আসামী করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিন হাওলাদারের মেয়ে তিন্নি আক্তার লামিয়ার সাথে আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের হারুন খানের ছেলে আটো চালক মনিরুলের সাথে চলতি বছরের মার্চ মাসে বিয়ে হয়।

বিয়ের পর থেকেই স্বামী মনির খান, শ্বাশুরী লাইলী বেগম, শ্বশুর হারুন খান, ভাসুর আল আমিন যৌতুকের জন্য নির্যাতন করে আসছে। ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় ৩লক্ষ টাকা যৌতুক দাবী করে।

তিন্নি টাকা দিতে অস্বীকার করলে আসামীরা তাকে পিটিয়ে হত্যা করে। এঘটনায় তিন্নির মা রাহিমা বেগম বাদী হয়ে বুধবার রাতে বাদী হয়ে স্বামী মনির খান, শ্বাশুরী লাইলী বেগম, শ্বশুর হারুন খান ও ভাসুর আল আমিনকে আসামী করে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার দিন হাসপাতাল থেকে স্থানীয় জনতা স্বামী মনির খান, শ্বাশুরী লাইলী বেগমকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

তারাএখন জেল হাজতে রয়েছে। নিহত তিন্নির মা রাহিমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, মোর মাইয়াডারে ৩লক্ষ টাকার জন্য স্বামী মনির খান, শ্বাশুরী লাইলী বেগম, শ্বশুর হারুন খান, ভাসুর আল আমিন মিলে পিটিয়ে হত্যা করেছে।

আমি এ হত্যা কান্ডের জন্য আসামীদেও ফাঁসির দাবী জানাই। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর ইসলাম বলেন, লামিয়া আক্তার তিন্নির হত্যা কান্ডের ঘটনায় ৪ জনকে আসামী কওে হত্যা মামলা দায়ের হয়েছে। অন্য আসামীদেরও গ্রেপ্তারেরও চেষ্টা চলছে।