filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Cloudy, icon:1, weatherInfo:102;temperature: 40;
আমতলী প্রতিনিধি॥ অুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বুধবার বিকেল আড়াইটায় উপজেলা পরিষদেও হল রুমে তামাক বিরোদী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জামাল হোসেন, আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, ওসি তদন্ত আমির হোসেন, শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার,
জাইকা উপজেলা ফেসিলিটেটর মো. মাইনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ, সাংবাদিক জাকির হোসেন, হায়তুজ্জামান মিরাজ, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও মো. মনিরুল ইসলাম প্রমুখ।