• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে টেন্ডার ছাড়াই স্কুলের পুরাতন ভবন বিক্রির অভিযোগ

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১৭:২৩ অপরাহ্ণ
আমতলীতে টেন্ডার ছাড়াই স্কুলের পুরাতন ভবন বিক্রির  অভিযোগ

বরগুনা প্রতিনিধি: আমতলীর গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত একটি ভবনের মালামাল
গোপনে টেন্ডার ছাড়াই বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের
বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী বাজারে অবস্থিত গুলিশাখালী
ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের একটি পুরাতন টিনসেডের ঘরের টিন, ইট এবং কাঠ
প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন সেলিম সম্প্রতি গোপনে লক্ষাধিক টাকায় বিক্রি করে
দেন। স্কুলের ভবন বিক্রি করে পুরো টাকা তিনি আত্মসাৎ করেন বলে জানা গেছে। নাম প্রকাশে
অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন সেলিম
স্থানীয় এবং প্রভাবশালী হওয়ায় তিনি নিজের খেয়াল খুশি মত বিদ্যালয় পরিচালনা করেন। তিনি
যা করেন তার ভয়ে অন্য কেউ প্রতিবাদ করার সাহস পান না। প্রভাব খাটিয়ে তিনি বিদ্যালয়ের
একটি পুরাতন ভবন লক্ষাধিক টাকায় বিক্রি করে ওই টাকা আত্মসাৎ করেন।
বিদ্যালয়ের শিক্ষকরাও তার ভয়ে তটস্থ থাকেন। তারা প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে কোন কথা
বলতে পারেন না। তারাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ভবন বিক্রির অভিযোগ তুলেছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন সেলিম বলেন, ভবন বিক্রির টাকা আত্মাৎ করা
হয়নি। পুরাতন ভবন বিক্রির টাকা দিয়ে শিক্ষকদের জন্য ১টি ওয়াসব্লক নির্মান ও প্রধান
শিক্ষকের কক্ষ মেরামত করা হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম বলেন, বিষয়টি
তার জানা নেই।
বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, টেন্ডার ছাড়া বিদ্যালয়ের কোন মালামাল
বিক্রি করা যায় না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।