• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে নগদ টাকা ও হুইল চেয়ার বিতরন

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৪, ১৮:৫৩ অপরাহ্ণ
আমতলীতে জাহানারা-লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে নগদ টাকা ও হুইল চেয়ার বিতরন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 36;

আমতলী প্রতিনিধি॥ একবেলা ডাল ভাত কর্মসূচীর’ আওতায় জাহানারা-লতিফ মোল্লা নামের একটি সেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হতদরিদ্র ২২জন নারী পুরুষ এবং দুটি মসজিদের উন্নয়নের জন্য নগদ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সেবা প্রদান করা হয়। হত দরিদ্র ও অসহায়দের হাতে নগদ টাকা ও হুইল চেয়ার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ জামাল হুসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, আমতলীর সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন,

আমতলী প্রেসক্লাবের সাবেক সম্পাদক এসএম নাসির মাহমুদ, সাংবাদিক বিরাজ কুমার বিশ্বাস সংগঠনের সম্পাদক মো. মিজানুর রহমান বাদল তালুকদা ও শিক্ষক মো. লিটন মৃধা প্রমুখ।