• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫, ১৬:১৭ অপরাহ্ণ
আমতলীতে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Intermittent clouds, icon:1, weatherInfo:102;temperature: 44;

আমতলী প্রতিনিধি॥ ‘প্রযুক্ত নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি’ এই শ্লোগান নিয়ে মঙ্গলবার সকাল ১১ টায় আমতলীতে আলোচনা সভা, সনদ ও ঋণের চেক বিতরনের মধ্যে দিয়ে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিলন চন্দ্র শীলের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস, সমবায় কর্মকর্তা মো, আজাদুর রহমান, উপজেলা ফেসিলিটেটর মো. মাইনুল ইসলাম,

পরিসংখ্যান কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. কামাল হোসেন, এ্যাডভোকেট মো. আওলাদ হোসেন, দুলাল স্মৃতি সংসদের সভাপতি মো. ইকবাল হোসেন তালুকদার, সাংবাদিক জাকির হোসেন,

উদ্যোক্তা মাইনুল ইসলাম ও মুক্তা রানী প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক সাইফুল্লা নাসির, এসএম নাসির মাহমুদ, জয়নুল আবেদিন, সুমন রশিদ।

সভার শুরুতে উপস্থিত শতাধিক তরুনদের শপথবাক্য পাঠ করান আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান।

সভা শেষে ৪জন নারী এবং ৩ জনকে ৬লক্ষ ৬০ হাজার টাকার উদ্যোক্তা ঋণের চেক তুলে ইউএনও মো. রোকনুজ্জামান খান।