বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনা জেলার আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হেলাল চৌকিদার পরকীয়া কাণ্ডের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল। বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা যায় গত দুই বছর যাবৎ এই নারীর সাথে পরকীয়া করে আসছেন হেলাল চৌকিদার, পরকীয়া নারীকে রিক্সায় করে ঘুরতে যাওয়ার পথে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় জনতা, যার রীতিমতো ফেসবুকে ভাইরাল হয়।
গত বৃহস্পতিবার ”আমতলীর ত্যাগী নেতা” একটি ফেসবুক আইডি থেকে এসব ছবি পোস্ট করা হয়। সেখানে উল্লেখ করা হয় আমতলী উপজেলা ছাত্রদলের সভাপতি হেলাল চৌকিদার পরকীয়ায় লিপ্ত। সে বিগত দুই বছর যাবত এই পরকীয়ার সাথে যুক্ত। তার মত ছাত্রনেতা যদি বিএনপির মত দলে থাকে তাহলে আছিয়ার মত বোনদের জীবন এবং সংসার ধ্বংস হবে। কেন্দ্রীয় ছাত্রদলের কাছে আমাদের আকুল আবেদন তাকে আইনের আওতায় আনা হোক তা না হলে অনেক আছিয়া নির্যাতিত হবে।
ভাইরাল ছবির বিষয় হেলাল জানান, ছবিটি আরও ৩ বছর আগের, রিস্কায় যাকে দেখা যাচ্ছে সে আমার বান্ধবী। কে বা কারা ছবিটা তুলে ফেসবুকে গুজব ছড়াচ্ছে আমার জানা নেই, তবে ভাইরাল কারীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।