• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে খাদে বাস পড়ে আহত ১৫

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫, ১৯:১৮ অপরাহ্ণ
আমতলীতে খাদে বাস পড়ে আহত ১৫

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শরীফবাড়ি স্ট্যান্ডে জেএইচ ক্যালাসিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে বরিশাল ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কুয়াকাটা থেকে জেএইচ ক্লাসিকের একটি বাস পটুয়াখালী যাওয়ার পথে মহাসড়কের শরীফবাড়ি স্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হন।

এদিকে গুরুতর আহত অপরাজিতা (খুলনা), সুলতানা পারভীন (কুমিল্লা), নাহিদা সুলতানা (জয়পুরহাট), নুসরাত জাহান (খুলনা), রনজিৎ ও দুলাল চন্দ্রকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে ওই হাসপাতালের চিকিৎসক অপরাজিতা, রনজিৎ ও সুলতানাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত সুলতানা পারভীন বলেন, ‘কুয়াকাটা ভ্রমণ শেষে গ্রামের বাড়ি যেতে কুয়াকাটা থেকে গাড়িতে উঠি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে আমরা অনেকে আহত হই।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘আহত তিনজনতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেছি।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাস সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার খবর শুনেছি। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।