• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ১৬:৩৫ অপরাহ্ণ
আমতলীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধি॥ আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামে বৃহস্পতিবার সকাল ১০ টায় মরিচ চাষীদের নিয়ে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় এ মাঠ দিবসের আয়োজন করে।

মাঠ দিবসে ৬০ জন মরিচ চাষী অংশগ্রহন করে। কৃষক মো. রফিক গাজীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল।

সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ধিদ সংরক্ষন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা জাকিয়া সুলতানা, কৃষক রফিকুল ইসলাম খান ও আহম্মেদ রাসেল প্রমুখ।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, মচির একটি লাভ জনক ফসল। অল্প জমিতে বেশী আয় করা সম্ভব এজন্য সকলকে রবি মৌসুমে মচির চাষে উদ্ধুদ্ধ হওয়ার পরামর্শ প্রদান করে।