• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে কৃষকদল ছেড়ে জামাতে যোগদান

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ১৬:১৪ অপরাহ্ণ
আমতলীতে কৃষকদল ছেড়ে জামাতে যোগদান

আমতলী প্রতিনিধি॥ বিএনপিতে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে আমি সর্বদাই বাধাগ্রস্ত ও লাঞ্চিত হয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষনা দিয়ে শুক্রবার সকালে জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন বরগুনা জেলা কৃষক দলের সহ-সভাপতি ও আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক জসিম ফকির।

আবু বক্কর সিদ্দিক জসিম ফকির শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ জামায়েতে ইসলামী আমতলী মহিলা কলেজ সড়কের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে জামাতে ইসলামী আমতলী উপজেলার শাখার আমির মাওলানা মো. ইলিয়াস হোসাইন এর হাতে ফুলের তোরা দিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার মিডিয়া ও প্রচার সম্পাদক এবং সূরা সদস্য মোহাম্মদ আবদুল মালেক , উপজেলা সেক্রেটারী মো. মোফাজ্জল হোসেন ও প্রভাষক মো. কবিরসহ ইউনিয়নের ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জামাতে ইসলামীতে যোগ দিয়ে আবু বক্কর সিদ্দিক মো. জসিম উদ্দিন ফকির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

ইসলামের আদর্শ, সত্য ও ন্যায়ের সংগ্রামে শরিক হওয়ার সুযোগ আল্লাহ তায়ালা আমাকে দিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ।

বরগুনা জেলা কৃষক দলের সভাপতি মাসুদুর রহমান মানছু বলেন, দল ত্যাগ করতে হলে তাকে পদত্যাগ করতে হয় সেটা সে করেনি।

এছাড়া বিএনপি অনেক বড় দল। এই দলে আনেকে আসবে আবার যাবে এটাই স্বাভাবিক এবং গনতান্তিক রেওয়াজ। কেউ যদি চলে যায় এটা তার একান্ত নিজস্ব বিষয। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।