
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Rain, icon:6, weatherInfo:104;temperature: 38;
আমতলী প্রতিনিধি॥ ‘কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করি’ এই শ্লোগান নিয়ে কিশোরী স্বাস্থ্য শিক্ষা দলের গ্রাজ্যুয়েশন শনিবার সকালে আমতলী এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এই গ্রাজ্যুয়েশন সভার আয়োজন করে। সভা শেষে কিশোরীদের মধ্যে সনদ ও মগ বিতরন করা হয়। সভায় ২শ’ কিশোরী অংশগ্রহন করে।
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপত্বি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ হানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির স্পন্সরশীপ অফিসার লিটন হিউবাট কোরাইয়া, স্বাস্থ্যকর্মী শামসুন্নাহার বেগম, পূর্নিমা মজুমদার ও মৃদুল সরকার প্রমুখ। সভা শেষে কিশোরীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে সনদ ও একটি মগ প্রদান করা হয়।