filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2097152;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Cloudy, icon:1, weatherInfo:102;temperature: 38;
আমতলী প্রতিনিধি॥ আমতলীতে আইন শৃঙ্খলা উন্নয়নের লক্ষে স্থনীয় নাগরিক, সাংবাদিক, রাজনীতিবিদ, ছাত্র, ও ব্যবসায়ীদের সম্পৃক্ত করনের লক্ষে শুক্রবার বিকেলে থানা ভবনের নীচতলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী – তালতলী সর্কেকেল সহকারী পুলিশ সুপার তারেকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির আহবায়ক, মো. জহিরুল ইসলাম মামুন, আমতলী সরকারী কলেজের প্রভাষক মো. মাসুদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক ও পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, ইসলামী আন্দোলন আমতলী শাখার সভাপতি মুফতি মাওলানা মো. ওমর ফারুক, জামাতে ইসলাম বাংলাদেশ আমতলী উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জেল হোসেন,
আমতলী উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সমকালের সাংবাদিক মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম সাঈদ খোকন, নাসির মাহমুদ, আমতলী উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সম্পাদক মো. আনোয়ার হোসেন, বকুল নেছা মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক জয়নুল আবেদীন, ইমাম মাওলানা মো. মো. সাইয়েদুর রহমান, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সুজন মৃধা, ও ছাত্র প্রতিনিধি মো. আবদুল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সদ্য যোগদান করা ওসি দেওয়ান জগলুল হাসানের প্রশংসা করে বলেন, পুলিশ বাহিনীকে আরো সজাগ থাকতে হবে।