• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে মধুমাস ও বর্ষবরন

বিডিক্রাইম
প্রকাশিত জুন ২৭, ২০২৫, ২২:৫৪ অপরাহ্ণ
আমতলীতে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে মধুমাস ও বর্ষবরন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?Cloudy, icon:1, weatherInfo:102;temperature: 38;

আমতলী প্রতিনিধি॥ আমতলীতে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে মধুমাস ও বর্ষবরন অনুষ্ঠান শুক্রবার বিকেলে লোকজ রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে অতিথিদের দেশীয় নানা প্রজাতির ফল দিয়ে আপ্যায়িত করা হয়। আমতলীতে উপজেলা শাখা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অশোক কুমার মজুমদারের সভাপতিত্বে মধুমাস ও বর্ষবরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারন সম্পাদক মো. আবু জিয়াদেও সঞ্চালনায় বক্তব্য রাখেন আমতলী সরকারী কলেজের প্রফেসর (অব:) আনোয়ার হোসেন আকন,

উদীচী শিল্পীগোষ্ঠীর উপদেষ্ঠা সাহাবিুদ্দিন পাননা, উপদেষ্ঠা জাকির হোসেন, সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ নূহু উল আলম নবীন, ইউপি সদস্য মুকুল বেগম, সাংবাদিক নাসরিন শিপু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন।