• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আমতলীতে অর্থনৈতিক শুমারি শুরু উপলক্ষে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ১৮:৪৩ অপরাহ্ণ
আমতলীতে অর্থনৈতিক শুমারি শুরু উপলক্ষে  স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ শুরু উপলক্ষে উপজেলা ও পৌরসভার স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস এ সভার আয়োজন করে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রবিউল ইসলামের সঞ্চালনায় স্থায়ী কমিটির সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আহাদ, খাদ্য কর্মকর্তা শারমিন জাহান, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আখতারুজ্জামান খান বাদল, রফিকুল ইসলাম রিপন, সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন ও হায়াতুজ্জামান মিরাজ, আমতলী সরকারী একে হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বজলুর রহমান, মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির, বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন খান প্রমুখ। বক্তারা অর্থনৈতিক শুমারি ২০২৪ সফল করার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগীতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।