• ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আবারো বন্ধ হচ্ছে শুটিং-সিনেমা হল

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১১, ২০২১, ১৩:১৫ অপরাহ্ণ
আবারো বন্ধ হচ্ছে শুটিং-সিনেমা হল

বিনোদন প্রতিবেদক॥ দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

এই ভয়াবহ অবস্থা থেকে সব শ্রেণির মানুষকে নিরাপদ রাখতে গত ৫ এপ্রিল থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করে সরকার। তাতে সংক্রমণ না কমায় ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে আরও সাতদিনের সর্বাত্মক লকডাউন।

আগের লকডাউনে গণপরিবহন চলাচল ও শপিং মল বন্ধ থাকলেও চালু ছিল সিনেমা হল ও নাটক-সিনেমার শুটিং।

শুধু স্টার সিনেপ্লেক্স তাদের সবগুলো শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ রেখেছিল। তবে এবারের লকডাউনে সকল প্রেক্ষাগৃহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল।

তিনি বলেন, ‘এমনিতেই দেশের বেশির ভাগই হলই বন্ধ। সেগুলো নিজেদের সিদ্ধান্তে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি রংপুর, বরিশাল, নরসিংদী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার সিনেমা হল স্ব স্ব জেলার ডিসি মহোদয়ের নির্দেশে বন্ধ রাখা হয়েছে।

তবে এবারের লকডাউনে আনুষ্ঠানিকভাবে হল বন্ধের ঘোষণা দেবো আমরা। সেটা মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই হবে।’

অন্যদিকে, করোনার ক্রমবর্ধমান এই সংক্রমণের মধ্যে শুটিংও বন্ধ থাকবে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সদ্য নির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহানও।

তিনি বলেন, ‘যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, এর মধ্যে শুটিং সম্ভব নয়। তাই সকল সমিতির সিদ্ধান্তে আমরা শুটিং বন্ধ রাখবো। সর্বাত্মক লকডাউন শুরুর আগেই শুটিং বন্ধের নির্দেশনা পাবে সবাই।’ পাশাপাশি বন্ধ থাকবে নাটকের শুটিংও।

এর আগে গত বছরের লকডাউনে ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল দেশের সকল প্রেক্ষাগৃহ এবং সিনেমা, নাটকসহ সব ধরনের শুটিং।

ফলে মহা বিপদে পড়েছিলেন স্বল্প আয়ের মানুষেরা, যারা নাটক-সিনেমাসহ বিভিন্ন বিনোদন মাধ্যমে দৈনিক মজুরিতে কাজ করেন। তাদের সেই দিন আবারও শুরু হতে যাচ্ছে ১৪ এপ্রিল থেকে।