• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আপনার হয়ে প্রেমপত্র লিখে দেবে এআই

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১৮:১৪ অপরাহ্ণ
আপনার হয়ে প্রেমপত্র লিখে দেবে এআই

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ এআইয়ের ছোয়া এখন সর্বত্র। যে কাজই করুন না কেন এআইয়ের সাহায্য পেলে তা আরও সহজ ও দ্রুততর হয়ে যায়। আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর এদিনে যদি কাউকে পছন্দ থাকেন, তবে কোনো কিছু চিন্তা না করে তাকে বলেই দিন। পারলে প্রেমপত্র দিয়ে প্রেম নিবেদন করুন। আপনাকে প্রেমপত্র লিখে দেবে এআই।

ম্যাকাফির নতুন গবেষণা প্রতিবেদনে সব তথ্য প্রকাশ পেয়েছে। প্রতিবেদনটির নাম দেওয়া হয়েছে মডার্ন লাভ। এই গবেষণা করার আসল উদ্দেশ্য হলো, আধুনিক যুগে প্রেম এবং সম্পর্কের পরিবর্তনে এআই এবং ইন্টারনেটের ভূমিকা খুঁজে বের করা। গবেষণায় ৭টি দেশের ৭ হাজার জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

সমীক্ষায় দেখা গিয়েছে যে, এক চতুর্থাংশেরও বেশি মানুষ এরই মধ্যে তাদের ভালবাসা প্রকাশ করতে পেরেছেন। আর সাহায্য নিয়েছেন ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগল জিমিন এবং মাইক্রোসফট কো-পাইলটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের।

সমীক্ষা অনুসারে, মানুষ প্রেমের চিঠি লিখতে এআইকে ব্যবহার করছে। কিন্তু কেন এআইকে ব্যবহার করছে, তা জানলে আপনার চোখ কপালে উঠবে। ২১ শতাংশ মানুষের দাবি, বর্তমানে মানুষ প্রেমপত্র লেখার ক্ষেত্রে এআইয়ের সাহায্য নিচ্ছে। গবেষণায় উঠে এসেছে এর কারণও, একশ্রেণির ধারণা, এআই বর্তমানে মানুষের থেকে আবেগ-অনুভূতিতে অনেক বেশি এগিয়ে।

অর্থাৎ যে আবেগ-ভালবাসার সঙ্গে রক্তমাংসের মানুষ দুটো মনের কথা লিখে এসেছেন যুগের পর যুগ ধরে, সেই মানুষই এখন মনে করছেন, এআই তার মনের কথা, তার থেকেও বেশি আবেগ ঢেলে লিখে দিতে পারে। যদিও ১০ শতাংশ মানুষের মতে, এআই ব্যবহার করলে তাদের কাজ দ্রুত হবে। তাই তারা প্রেমপত্র লিখতে এআইকে কাজে লাগাচ্ছে।