• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আপনাদের আত্মার আত্মীয় হয়েই থাকতে চাই -আবুল হাসানাত আবদুল্লাহ

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৪, ১৯:৫০ অপরাহ্ণ
আপনাদের আত্মার আত্মীয় হয়েই থাকতে চাই -আবুল হাসানাত আবদুল্লাহ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন- আমি আপনাদেরই লোক। আমার বাবা আপনাদের পাশে ছিল, আমিও সারাজীবন আপনাদের পাশে রয়েছি; থাকবো। আমি আপনাদের আত্মার আত্মীয়। সকল দূর্যোগে পাশে আছি, থাকবো।

বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার দুপুরে কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সর্বস্তরের জনগনের প্রতি আহবান জানিয়ে এসব কথা বলেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় এসে আপনাদের উপর কি জুলুম-নির্যাতন হয়েছিল তা আপনারাই স্বাক্ষী। তখন আপনার কেমন ছিলেন আর আজ কেমন আছেন সেটা আপনারাই জানেন। এখন ভোর রাতে বাড়ি থেকে বের হয়ে ভারতে চিকিৎসার জন্য বেনাপোলের গাড়িতে উঠলেও কেউ সম্প্রদায় নিয়ে গালি দিয়ে বলে না যে কোথায় যাস ? মানুষ এখন শান্তিতে আছে। এই শান্তি আর উন্নয়নরে জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পুণরায় নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমি এমপি হলে আপনাদের কিছু চাইতে হবে না, আপনাদের যা দরকার তা আমি জানি এবং সেই অনুযায়ি এলাকায় উন্নয়ন কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার কোন বিকল্প নেই।

বিএনপি’র প্রতি ইঙ্গিত করে মন্ত্রী আরও বলেন- আজ ওরা মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে ? সেদিন কোথায় ছিল গণতন্ত্র আর মানবাধিকার? যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল। সেই হত্যার বিচার কার্যক্রম আইন করে বন্ধ করে দেয়া হয়েছিল। কোথায় ছিল সেদিন মানবাধিকার?

আসলে যারা দেশকে ভালবাসতে পারে না তাদের দিয়ে দেশের কোন উন্নয়ন হয় না। শেখ হাসিনা ছাড়া আর কোন প্রধানমন্ত্রীই এই দেশে জন্ম গ্রহন করেননি। তাই এই দেশের জন্য তাদের কোন দরদ ছিল না। শেখ হাসিনার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত তাই তার দ্বারাই দেশ রক্ষা সম্ভব। তাই আগামী ৭ জানুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশ রক্ষা করুন।

মন্ত্রীর বক্তব্য শোনার জন্য, কাছে থেকে তাকে পাবার জন্য মতবিনিময় সভা নারী পুরুষের জনসমাগমে জনসভায় রুপান্তরিত হয়।

বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন এর সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও এফবিসিসিআই পরিচালক মন্ত্রীপুত্র মঈন উদ্দীন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাবেক অধ্যাপক অপূর্ব লাল হালদার, বাকাল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি বিপুল দাস, সহ-সভাপতি মাইকেল মালাকার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইকসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

অপরদিকে বরিশালের আগৈলঝাড়ায় ২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যের বই বিতরণ করে বই উৎসব পালন করা হয়েছে।

সোমবার উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যর নতুন তুলে দিয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

প্রধান অতিথি স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে নিয়মিত পড়াশুনার প্রতি মনোযাগী হবার আহ্বান জানিয়ে বলেন উপজেলায় এবছর ২৮ হাজার ৫শ জন শিক্ষার্থী ২লাখ ৩০ হাজার পিচ নতুন বই পাবে। সরকার পড়াশুনার জন্য এই বই বিনামূল্যে দিয়ে আসছে।

এদিকে উপজেলা সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে নতুন বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত।

অন্যদিকে সরকারী গৈলা মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলঅমের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহাবুবুর রহমান, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটকসহ অন্যান্য কর্মকর্তাগন।

সূত্র মতে, উপজেলার সরকারী ও বে-সরকারী ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে সরকারের বিনামূল্যের ৭৫হাজার পিচ নতুন বই পাবে। অনীদকে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসাসহ মোট ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজার শিক্ষার্থীদের মধ্যে সরকারের বিনামূল্যে ১ লাখ ৫৫ হাজার পিচ নতুন বই বিতরণ করা হবে।