সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ “উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন”- এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ওবায়দুর রহমান।
উপ-বন সংরক্ষক ও উপকূলীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয় সহ অন্যান্যরা।
সভা শেষে সামাজিক বনায়নে ২৫ জন উপকারভোগীদের মাঝে প্রায় ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।