• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দেলোয়ার আহবায়ক, রেজাউল সদস্য সচিব

আতলীতে শিক্ষক সমিতি আহবায়ক কমিটি গঠন

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫, ১৬:৫৭ অপরাহ্ণ
আতলীতে শিক্ষক সমিতি আহবায়ক কমিটি গঠন

আমতলী প্রতিনিধি ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি ( সেলিম ভূঁইয়া) বাশিস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে এ কমিটি গঠন করা হয়।

কমিটির আহবায়ক করা হয় ঘটখালী মাধ্যমিক বিদালয়ের সিনিয়র শিক্ষক মো: দেলোয়ার হোসেন ও আমতলী মফিজ উদ্দিন বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মে: রেজাউল করিম কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আমতলী উপজেলা আহবয়ক কমিটি গঠন করা হয় ।

কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন যথাক্রমে চিলা হাসেম বিশ্বাস মা: বি এর সিনির শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ছোট নীলগঞ্জ মা: বি: এর সিনয়ির শিক্ষক মো: নাসির উদ্দিন খন্দকার,আমতলী মজিউদ্দিন বালিকা পাইলট মা: বি: এর সিনিয়র শিক্ষক মো: শ্ধাসঢ়;হজাহান কবির, উত্তর সোনা খালী মা: বি: এর সহকরী প্রধান শিক্ষক মো জাহিদুল ইসলাম, আরপাঙ্গাসিয়া মা: বি: এর সহকারী প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান ,চুনা খালী মা: এর সিনিয়র শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান ,

কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম । যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আঠারো গাছিয়া মাধ্যমিক বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক মো: রুহুল আমিন ,চিলা হসেম বিশ্বস মা: বি: এর সিনিয়র শিক্ষক মো:বেল্লাল হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মা: বি: এর সিনিয়র শিক্ষক মো নুরুল হুদা ,

এম,ইউ ,বালিকা মা: বি: এর সহকারী শিক্ষক(গ্রন্থাগার ও তথ্য বি) মো: নাসির উদ্দিন , গাজিপুর বন্দর মা: বি: এর সহকারী শিক্ষক মোসা: রেসমা বেগম । কমিটি গঠন উপলক্ষে উদ্বোধনী সভায় সভায় সভাপতিত্ব করেন ঘটখালী মা: বি: এর প্রধান শিক্ষক মো: আবুল কাসেম ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বাশিসের আহবায়ক মো: আল আমিন,উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বরগনা জেলা বাশিসের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বাশিসের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম চেধুরী ।

বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: জহিরুল ইসলাম মামুন (ভিপি) ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আমতলী প্রেসক্লাবের সহ সভাপতি মো: জসিম উদ্দিন হাওলাদার, রগুনা জেলা বাশিসের সদস্য মো: ফেরদৌস মিয়া প্রমুখ।